ঢাকা ২০ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফেনী-০১ থেকে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ওমর ফারুক রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি দুর্ঘটনায় ১১ পর্যটক আহত ৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী এই রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম মজুমদার অনলাইন গেম ফ্রি ফায়ার আসক্তিতে বিপর্যস্ত যুবসমাজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নিয়ে যা বললেন আমির খসরু

জাতি পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ড. ইউনূসের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:06 AM

news image

‘প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়েছে’

জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের ম্যানহাটনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এক বছর আগে কী পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের ড. ইউনূস বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়েছে। আমাদের অর্থনীতি তলানিতে ছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। আপনাদের রেমিট্যান্স আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে ভূমিকা পালন করেছে। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সম্পর্কে খুবই আশাবাদী। বাংলাদেশের তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে। প্রধান উপদেষ্টা বিদেশি সংস্থাগুলোকে এই তরুণ মানবসম্পদকে কাজে লাগানোর জন্য এবং বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করার জন্য বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। বাংলাদেশিরা এখন বাংলাদেশের অংশ উল্লেখ করে প্রবাসীদের আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশে তাদের বিনিয়োগ এবং ধারণনিয়ে আসা আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রবাসীদের আশ্বস্ত করেন যে আগামী সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, জুলাই বিপ্লবের পর গত ১৫ মাসে রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে। পরে তিনি প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন। পাশাপাশি আগাম নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন। ‘সেতুবন্ধন : বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের সম্পৃক্ততা’—শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আক্তার হোসেন। তারা জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পরে ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনায় অংশ নেন এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নাকিবুর রহমান। এ আলোচনার সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা জরুরি সেবা, বিনিয়োগের সুযোগ এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনা সহজেই পেতে পারবেন।  প্রধান উপদেষ্টা বিদেশি সংস্থাগুলোকে এই তরুণ মানবসম্পদকে কাজে লাগানোর জন্য এবং বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করার জন্য বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিরা এখন বাংলাদেশের অংশ উল্লেখ করে প্রবাসীদের আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশে তাদের বিনিয়োগ এবং ধারণা নিয়ে আসা আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রবাসীদের আশ্বস্ত করেন যে আগামী সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম