ঢাকা ৩০ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে নৌবাহিনীর দুই জাহাজ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২১,  10:24 AM

news image

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তার ১৩৭ দশমিক ২৮  টন মালামাল নিয়ে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।  বুধবার নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এসব মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।  ‘বানৌজা টুনা’ দুপুর ১২টার দিকে এবং ‘বানৌজা তিমি’ দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছেছে!

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, জাহাজ দুটিতে মোট ১৩৭ দশমিক ২৮  টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল।  ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়। রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো— স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। উল্লেখ্য, কক্সবাজারে চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বরে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম