জর্দানে সাহাবাদের কবর
২২ ডিসেম্বর, ২০২৪, 10:57 AM
NL24 News
২২ ডিসেম্বর, ২০২৪, 10:57 AM
জর্দানে সাহাবাদের কবর
জর্দান আরব দেশগুলোর মধ্যে একটি, যা শামের দক্ষিণাংশে অবস্থিত। এখানে বহু সাহাবা শাহাদাত বরণ করেছেন এবং সমাহিত হয়েছেন, যদিও তাঁদের অনেকের কবর অজানা। জর্দানে প্রায় ১৩টি কবর পরিচিত. যা সাহাবাদের সঙ্গে সম্পৃক্ত। জর্দানে আরো অনেক মাজার আছে, যদিও সেগুলোর ভেতরে কোনো কবর নেই। সাহাবাদের সম্মিলিত কবর এবং মাজারের সংখ্যা প্রায় ১৯টি, যা জর্দানের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে রয়েছে, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত। নিম্নে জর্দানে সমাহিত সাহাবাদের নাম এবং কবরস্থানের বিবরণ দেওয়া হলো—
জাফর ইবনু আবু তালিব (রা.) : রাসুলুল্লাহ (সা.)-এর চাচাতো ভাই এবং মুতাহ যুদ্ধে দ্বিতীয় সেনাপতি। তিনি শাহাদাত বরণ করেন এবং তাঁর মাজার কেরাক প্রদেশের মাজার আল-জনুবিতে অবস্থিত।
জাইদ ইবনু হারিসা (রা.) : তাঁর মাজারও কেরাক প্রদেশের মাজার আল-জনুবিতে অবস্থিত।
আব্দুল্লাহ ইবনু রাওয়াহা (রা.) : তাঁর মাজারও কেরাক প্রদেশের মাজার আল-জনুবিতে।
মুয়াজ ইবনু জাবাল (রা.) : তাঁর মাজার ইরবিদের শুয়না আল-শামালিয়াতে।
আবু উবাইদা আমের ইবনু জাররাহ (রা.) : তাঁর মাজার বালকায়ের ওয়াদি আল-অগওয়ারে।
শুরাহবিল ইবনু হাসানা (রা.) : জর্দান বিজেতা।
তাঁর মাজার ইরবিদের ওয়াদী আল-অগওয়ারে।
আমের ইবনু আবু ওয়াক্কাস (রা.) : সাহাবি সাদ ইবনু আবু ওয়াক্কাস (রা.)-এর ভাই। তাঁর মাজার ইরবিদের ওয়াক্কাস গ্রামে।
আবু দারদা (রা.) তাঁর মাজার ইরবিদের সুম আশ-শানাক গ্রামে।
আবুজর গিফারি (রা.) : তাঁর মাজার মাদাবার দিবানে।
হারিস ইবনু উমায়র আল-আজদি (রা.) : তাঁর মাজার তফিলার বুসাইরায়।
দিরার ইবনু আল-আজওয়ার (রা.) : তাঁর মাজার বালকায়ের দিরার গ্রামে।
মাইসারা ইবনু মাসরুক (রা.) : তাঁর মাজার বালকায়ের সোবাইহিতে।
ইকরিমা ইবনু আমর ইবনু হিশাম (রা.) : তাঁর মাজার আজলুনের দাইর আস-সামাদিয়ায়।
(আলি গুনাইম, ‘আদাদু কুবুরিস-সাহাবাহ ফি উরদুন’)
এ ছাড়া ফিলিস্তিন, আলেপ্পো (হালাব), ইয়ারমুক ও এর আশপাশের অঞ্চলে বেশ কয়েকজন সাহাবির কবর আছে, যাঁরা শাম অঞ্চলে ইসলামের প্রসারে অংশ নিয়েছিলেন। ইয়ারমুক যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সাহাবিদের একটি বড় সংখ্যা এখানে দাফন করা হয়েছিল।