ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
চলতি মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত ইতিহাস গড়ে হকির বিশ্বকাপে বাংলাদেশ চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি আঞ্চলিক উত্তেজনায় সংযমের আহ্বান জানালেন তারেক রহমান মিশরের ইতিহাস দেখার অভিজ্ঞতা মনে প্রাণবন্ত হয়ে থাকবে: মেহজাবীন সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগ্রেসরা বিজেপি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : রিজভী আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, গ্রেপ্তার ৭

জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ আর নেই

#

বিনোদন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪,  10:51 AM

news image

মারা গেছেন জনপ্রিয় সোল ও জ্যাজ গায়িকা মার্লেনা শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।  গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গায়িকার মৃত্যুর কথা জানান তার মেয়ে মার্লা ব্র্যাডশ। তবে মার্লেনার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ভিডিওতে মার্লা ব্র্যাডশ বলেন, “আমি ও আমার পরিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে চাই, আমাদের প্রিয় মা, আপনার প্রিয় আইকন ও শিল্পী মার্লেনা শ মারা গেছেন।” মার্লেনা শ ১৯৪২ সালে আমেরিকার নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ‘ক্যালিফোর্নিয়া সোল’ ও ‘ওম্যান অব দ্য ঘেটো’-এর জন্য ব্যাপকভাবে পরিচিতি পান। তবে মার্লেনা জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৬৬ সালে, চেস রেকর্ডস-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর। ১৯৬৭ সালে ‘আউট অব ডিফারেন্ট ব্যাগ’ ও ১৯৬৯ সালে ‘দ্য স্পাইস অব লাইফ’ দুটি অ্যালবাম প্রকাশ হয় তার। এরপর গায়িকা ১৯৭২ সালে চলে যান ব্লু নোট রেকর্ডসে। একই বছর তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘মার্লেনা’ প্রকাশিত হয়। ব্লু নোট লেবেলে প্রকাশিত তার অন্যান্য অ্যালবামের মধ্যে রয়েছে- ‘ফ্রম দ্য ডেপথস অব মাই সোল’, ‘মার্লেনা শ লাইভ অ্যাট মন্ট্রেক্স’, ‘হু ইজ দিস বিচ, এনিওয়ে?’ , ‘জাস্ট আ ম্যাটার অব টাইম’। সব মিলিয়ে মার্লেনার ১৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন তার বৈচিত্র্যময় গায়কির জন্য। সূত্র: সিবিএস নিউজ, ইউএসএ টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম