ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান নাহিদের তারেক রহমানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের সুন্দরবনে মাছ ধরার সময় ১৯ জেলেকে অপহরণ চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি ঘোষণা রাজধানীতে বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

২৪ জানুয়ারি, ২০২৬,  12:06 PM

news image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) মেধাতালিকাভুক্ত হয়েছেন মোট ৩০৩ জন শিক্ষার্থী। মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীকে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম উল্লেখ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট ১১টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ভর্তির জন্য ‘ক’ গ্রুপের মেধাতালিকার প্রথম ১ হাজার ২৫০ জন এবং ‘খ’ গ্রুপের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত ধাপে ভর্তি শেষে আসন শূন্য থাকলে পর্যায়ক্রমে পরবর্তী মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে। উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি সংরক্ষিত আসনসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এর মধ্যে ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম