ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫,  10:47 AM

news image

চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই প্রেক্ষাপটে চীন তার নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাকাইচি তাইওয়ান ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করেছেন, যা দুই দেশের পারস্পরিক বিনিময়ের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের জীবন ও শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই তাদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাকাইচি চলতি মাসের শুরুতে পার্লামেন্টে বলেন, তাইওয়ানকে কেন্দ্র করে কোনও সামরিক জরুরি অবস্থা সৃষ্টি হলে তা জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এই মন্তব্যের পরই দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর ফলে চীন থেকে জাপানে পর্যটন ও দুই দেশের বিভিন্ন বিনিময় কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অরগানাইজেশনের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীন থেকে ৭৪ লাখ ৮০ হাজার পর্যটক জাপান ভ্রমণ করেছেন—যা সব দেশ ও অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই শুক্রবার উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে। একই দিন রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে একটি সতর্কতা জারি করে। চীনা দূতাবাসের পোস্টে বলা হয়, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং জীবনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। সূত্র: আল-জাজিরা, এনএইচকে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম