
নিজস্ব প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২১, 10:50 AM

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পৌরসভার বটতলাহাট এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিম পৌর এলাকার মাওরিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
এ ছাড়া আহত দুজন হলো নতুনহাট বড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আব্দুল হাইয়ের ছেলে আলম (১৪)। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্থানীয় সাগর ও সোহান গ্রুপের মধ্যে গতকাল সোমবার রাতে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন আজিম। এ ছাড়া আহত হন ইমন ও আলম নামের আরও দুজন। নিহত আজিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।