চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি
০৫ ডিসেম্বর, ২০২২, 3:40 PM

নিজস্ব প্রতিনিধি
০৫ ডিসেম্বর, ২০২২, 3:40 PM

চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনের মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশস্থলের বাইরে পাঁচটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের মাঝে কথা-কাটাকাটি হয়। এ সময় ছাত্রলীগ ও কৃষক লীগ দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মঞ্চের ভেতরে ও বাইরে ভাঙচুর করে নেতাকর্মীরা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান ও মঞ্চে থাকা অন্য জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কৃষক লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, স্থানীয় নেতাদের মঞ্চে বসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে চেয়ার ভাঙচুর শুরু করে কর্মীরা।এ সময় সম্মেলনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে সম্মেলনে থাকা কেন্দ্রীয় নেতারা প্রথম অধিবেশন স্থগিত করেছেন। তবে এখনও দ্বিতীয় অধিবেশনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, কৃষক লীগের সম্মেলন চলাকালে উত্তেজনা তৈরি হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।