ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল: তাজুল ইসলাম সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড শিক্ষক নিয়োগের অনিয়মে পঙ্গু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা রোহিঙ্গা ইস্যুতে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা

চতুর্থ ধাপে ইউপি ভোট: আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০ প্রার্থী জয়ী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  12:46 PM

news image

গেল ২৬ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।এ ধাপে ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিল ১ হাজার ৩৭২ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিল ৩ হাজার ৫৪৬ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র থেকে ৩৯০ জন প্রার্থী জয় লাভ করেন। মঙ্গলবার (২৮ ডিসম্বের) ইসি’র জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন,

‘নির্বাচন কমিশনে ৭৯৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের তথ্য এসেছে। এতে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে জয় লাভ করেন। যা মোট ইউপির ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে। যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া, ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টির (জেপি) একজন জয় পেয়েছেন। উল্লেখ্য, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪ হাজার ৯১৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৭০৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন মনোনয়নপত্র জমা দেন। এই হিসাবে প্রতি ইউপিতে চেয়ারম্যান পদে গড়ে ৫ জনের বেশি করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম