সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি
০৪ ডিসেম্বর, ২০২৫, 10:56 AM
চট্টগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীন ওই নারী ভোরের দিকে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারেন। নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পর্কিত