
নিজস্ব প্রতিনিধি
২৫ জানুয়ারি, ২০২৩, 1:03 PM

ঘোড়াঘাটে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার (২৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের খোদাতপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, নিহত মিম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন মিম মারা যান। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান।