ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

গোপালগঞ্জের দাশেরহাটের ২০০ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২,  3:40 PM

news image

গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার দাশেরহাট, ভ্রমোর গ্রাম  এবং হাকিমপুরসহ এর আশপাশের অন্তত ৫টি গ্রামের ২০০ বছরের  ঐতিহ্যবাহী খেলার মাঠ (দাশেরহাট খেলার মাঠ) রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকার স্থানীয় কয়েক গ্রামের সর্বস্তরের জনগন। এ সময় দাশেরহাট গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক কর কমিশনার রুস্তম আলী মোল্যা, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কবির মিয়া,ব্যারিস্টার  মনোজ কুমার ভৌমিক,সাবেক উপ-সচিব নলীনী বসাক এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জিত বিশ্বাসসহ মুকসুদপুর উপজেলাধীন ৫টি গ্রাম তথা দাশেরহাট, ভ্রমোর গ্রাম, হাকিমপুর, খড়িকাইন ও পূর্ব সালিনাবকসার  গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মানব বন্ধনে উপস্থিত সাবেক কর কমিশনার রুস্তম আলী মোল্যা বলেন, আজ থেকে প্রায় ২০০ বছর আগের ঐতিহ্যবাহী এই মাঠ ১নং খাস খতিয়ান ভুক্ত গোচারণ ভূমি হওয়ায় আমাদের পূর্ব পুরুষগণ এই জমি খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছে। গোপালগঞ্জের সাবেক জেলা প্রশসাক (বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনার) জনাব খলিলুর রহমান সাহেব গোপালগঞ্জে অবস্থানকালীন সময়ে এই খেলার মাঠ উদ্বোধন করেন। যা বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত। কিন্তু জনৈক স্বেচ্ছাসেবক লীগ নেতা কে.এম মাসুদুর রহমান এই মাঠের প¦ার্শবর্তী ব্যক্তি মালিকানা জমি কিনে  সেখানে পেট্্েরাল পাম্প নির্মানের কাজ শুরু করে এবং পার্শ্ববর্তী দাশেরহাট খেলার মাঠের ১০ মিটার ভিতরে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে কংক্রিটের পিলার বসাতে শুরু করে যা এলাকাবাসীর প্রতিবাদের মুখে বর্তমানে নির্মান কাজ বন্ধ আছে। এ ব্যাপারে মাসুদুর রহমানের ব্যাক্তিগত সহকারী নায়েব মিয়া বলেন, আমরা দলিলকৃত মালিকানাধীন জায়গায় পিলার স্থাপন করেছে। মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি  অমিত কুমার সাহা এবং মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ স্যারের উপস্থিতিতে জমি পরিমাপ করে যদি খেলার মাঠে আমাদের কোন স্থাপনা নির্মানের প্রমান পাওয়া যায় তা হলে আমরা সে গুলো দ্রুত অপসারন করবো। গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম বলেন দাশেরহাট খেলার মাঠ এলাকার কমল মতি শিশু কিশোরদেও এক মাত্র খেলার মাঠ। অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্পৃতির মিলন মেলার এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম রক্ষার জন্য আমরা প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর দারস্থ হবো। এ ব্যাপারে মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, সরকারি খাস জমির জদি কেউ অবৈধ ভাবে দখল করে সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। কিন্তু ব্যাক্তিগত মালিকানা বিরোধ নিরসনের কাজ দেশের ফৌজদারী বিভাগের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম