ঢাকা ২৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন ডা. শফিকুর রহমান বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা দিলেন তারেক রহমান ‘কৃষি ছাড়া অন্য বিষয়ে কথা বলবো না’, ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা একনেক সভায় ৪৫ হাজার কোটির প্রকল্প অনুমোদন বগুড়াকে সিটি কর্পোরেশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির ‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের ক্ষমতায় গেলে দুটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার তারেক রহমানের এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে: নাহিদ ইসলাম ‘আ. লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেব’ : মির্জা ফখরুল

গার্লিক বাটার নান তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  11:57 AM

news image

যেকোনো কাবাবের সঙ্গে গার্লিক বাটার নান থাকলে জমে বেশ। এই রুটির স্বাদ ও গন্ধ অপূর্ব। সাধারণত রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাওয়া হয় এটি। তবে স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে বাড়িতে তৈরি করেই খেতে পারেন গার্লিক বাটার নান। ময়দা, ইস্ট ও অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

ইস্ট- ১ চা চামচ

গরম দুধ- ১ কাপ

লবণ- পরিমাণমতো

বেকিং পাউডার- ১ চিমটি

গলানো বাটার- ৪ চা চামচ

রসুন মিহি কুচি করা- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

গরম দুধের সঙ্গে ইস্ট মিশিয়ে ভালো করে নাড়ুন। এবার দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। বড় একটি বোলে ময়দা, বেকিং পাউডার ও লবণ অর্থাৎ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে রসুন কুচি ও বাটার দিয়ে দিন। ইস্টযুক্ত দুধ আস্তে আস্তে ঢেলে খামির তৈরি করে নিতে হবে। চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে গরম পানি যোগ করুন। খুব নরম করে ডো বানাতে হবে, তাহলে নান নরম ও তুলতুলে হবে। এবার ডোয়ের উপর অল্প তেল বা বাটার মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। গরম কোনো জায়গায় রাখতে পারলে ভালো। কিছুক্ষণ পর দেখতে পারবেন, ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিন। তারপর ভাগ ভাগ করে নিয়ে রুটির মতো বেলে নিন। আপনার পছন্দ মতো শেইপে নান তৈরি করুন। অন্যদিকে তাওয়া গরম করতে দিন। বাটার দিয়ে মাঝারি আঁচে নানগুলো সেঁকে নিতে হবে। যখন দেখবেন নানের উপরের অংশ ফুলে উঠেছে, তখন এটাকে সাবধানে উল্টে দিন। এভাবে সময় নিয়ে একটা একটা করে নান সেঁকে তুলে নিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম