সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, 10:51 AM
গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের
যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য একটি বোর্ডে যোগদানের জন্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব তিনি গ্রহণ করতে চান, শনিবার একজন জ্যেষ্ঠ সহকারী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। ট্রাম্প নিজেকে গাজা ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এর চেয়ারম্যান ঘোষণা করেছেন। তিনি এখনও পর্যন্ত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সিনিয়র পদ পূরণের জন্য নিয়োগ করেছেন এবং মিশর, তুরস্ক এবং আর্জেন্টিনার নেতাদের অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত আর কোনো তথ্য জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল
সম্পর্কিত