ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সাংবাদিক শওকত মাহমুদ আটক জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি ফের বেড়ে গেল মূল্যস্ফীতি চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক আইএল টি-টোয়েন্টির অভিষেকে মোস্তাফিজ ঝলক গাজায় বাস্তবে এখনো যুদ্ধবিরতি হয়নি : কাতারের প্রধানমন্ত্রী ৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান ফুলবাড়ী কয়লাখনি ইস্যুতে নিজের অবস্থান জানালেন প্রেস সচিব

গাজায় ধ্বংসস্তূপে এখনও অগণিত মরদেহ, নিহত ছাড়াল ৬৯ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫,  10:49 AM

news image

ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরায়েলি হামলা থেমে নেই। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাটিতে পানি-ওষুধ-চিকিৎসার ভয়াবহ সংকটে ধুঁকছে মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৯ হাজার মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে নতুন করে উদ্ধার হওয়া মরদেহগুলো যুক্ত হওয়ায় এই সংখ্যা আরও বেড়েছে। ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে।  যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলি বিমান হামলা, আর্টিলারি শেলিং ও স্থল অভিযান থেমে নেই। মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও  ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।  শনিবার, এক ফিলিস্তিনিকে হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে হত্যা করা হয়েছে।  হাসপাতালগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। চিকিৎসকেরা বলছেন, অপারেশন থিয়েটার আছে, কিন্তু ওষুধ নেই, নেই স্যালাইন ও বিদ্যুৎ। অনেক অস্ত্রোপচার করতে হচ্ছে অ্যানেসথেসিয়া ছাড়াই। জাতিসংঘ বলছে, ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল কোনোটাই সুরক্ষিত নয়। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে মানুষ বাধ্য হচ্ছে। কিন্তু সেখানেও প্রতিজন পানি পাচ্ছেন দিনে মাত্র ১ থেকে ২ লিটার। খাবারও বলা চলে অনিশ্চিত। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসা সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিশরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৪,০০০ ফিলিস্তিনি রোগী মিশর ও অন্যান্য জায়গায় চিকিৎসার জন্য গেছেন। আরও ১৬ হাজারের বেশি রোগী এখনও বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম