ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

গলাচিপায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

#

২৯ জানুয়ারি, ২০২৩,  2:47 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, ফেইসবুক গুজব সহ সকল অপরাধ নিবারণকল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় গলাচিপা থানার প্রাঙ্গণে তদন্ত অফিসার মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর সভাপতিত্বে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।  এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহআলম, মো. আলমগীর হোসেন, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ,

নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছগীর আহমেদ সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওসি শোনিত কুমার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে আপোষ না করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া বাল্যবিবাহ বন্ধে তিনি জনসচেতনতা বৃদ্ধি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও থানার অফিসারবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে অপরাধ মূলক কর্মকাণ্ড ও পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ, করনীয় এবং পরামর্শ বিষয়ে মতবিনিময় ও অলোচনা হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম