গলাচিপায় নৌযান চলাচলের দাবীতে মানববন্ধন
১৩ নভেম্বর, ২০২২, 3:34 PM

NL24 News
১৩ নভেম্বর, ২০২২, 3:34 PM
গলাচিপায় নৌযান চলাচলের দাবীতে মানববন্ধন
মো. নেছার উদ্দিন: গলাচিপায় সচেতন নাগরিক সমাজ, ব্যাবসায়ী, গলাচিপা ঢাকা নৌরুটের চলাচলকারী যাত্রীর ও বিভিন্ন মহলের ঢাকা টু গলাচিপা রুটে নৌযান চলাচলের দাবীতে আজ রোববার সকাল ১০ টায় গলাচিপা বন্দর ব্যবসায়ী সমিতি, লঞ্চ মালিক কর্তীপক্ষ, শ্রমিক, সাধারণ জনগনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে শতশত মানুষ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান পায়রা বন্দরের বিকল্প রুট এবং গলাচিপা বন্দরের নৌপথ রক্ষাকরে উচু নৌপথ চলাচল যাতে করতে পারে এবং দেশের উন্নয়ন কাজ যাতে ব্যহত না হয় সে দিকে খেয়াল রেখে করতে হবে। মানববন্ধনে বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত ও মালিক পক্ষে মজিবুর রহমান সহ বিভিন্ন জন বক্তব্য রাখেন। তারা আরো বলেন চলতি মৌসুমে আমন ধান ক্রয় করে বিক্রি করতে সমস্যা হবে এবং পরিবহন খরচ বেশি হবে। তাই উর্ধতন কর্তীপক্ষের কাছে তাদের দাবী ব্রীজ ৪৫ ফুট উচ্চতায় হওয়ায় এই নৌপথ চলাচল বন্ধ হয়ে যাবে। তাই ৬০ ফুট উচ্চতায় ব্রীজ করতে হবে এবং নৌপথ চালু রেখে দেশের উন্নয়নমুলক কাজ করা হোক।