ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

গলাচিপায় গঠনতন্ত্র বহির্ভূত অসমাপ্ত পৌর আ.লীগের সম্মেলন, পূনরায় কাউন্সিল দাবি

#

০৯ জানুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

মোঃ নেছার উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে কমিটি ঘোষণা না দিয়েই পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সমাপ্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্মেলনে দ্বিতীয় অধিবেশন ও কাউন্সিলারদের মতামত অথবা ভোট না নিয়ে প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্তি করেই সম্মেলন সমাপ্ত করা হয়েছে। এমনকি যারা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তাদের নাম প্রস্তাবকারী ও সমর্থনকারী নেই বলে অভিযোগ রয়েছে। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী পৌর আওয়ামী লীগের কমিটি গঠনে সম্মেলন করে কাউন্সিলরদের মতামত কিংবা ভোট হওয়ার কথা থাকলেও মানা হয়নি না তা। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে কাউন্সিলর ও নেতাকর্মীদের মধ্যে। নিয়ম বহির্ভূত সম্মেলন ও কাউন্সিলরদের মতামত ব্যতিত নতুন কমিটি গঠন হলে সংগঠন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন পৌর আওয়ামী লীগের কাউন্সিলররা। তাই পৌরসভার ৯টি ওয়ার্ডের নতুন কমিটি গঠন করে দলের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সম্মেলন ও কাউন্সিল করে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের আবেদন জানান তারা। এ নিয়ে ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক বরাবর গলাচিপা পৌর আওয়ামী লীগের কাউন্সিলরদের পক্ষে মো. জাকির হোসেন রিপন, সাজ্জাদ আহমেদ মাসুদ ও মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি আবেদন জমা দেয়া হয়েছে। আবেদন পত্রটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো সাক্ষর করে গ্রহণ করেন। জানা গেছে, গত ০৯ ডিসেম্বর ২০২২ তারিখে দীর্ঘ ১২ বছর পরে গলাচিপা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গলাচিপা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আওয়ামী লীগ অর্থবিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান সবির গাজী, উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় শুরু হয়ে সম্মেলনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশনের শেষ মুহূর্তে বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। পরে বিকালে সম্মেলনের মূল পর্ব কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কমিটি ঘোষণার কথা ছিলো। তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামত কিংবা ভোট না নিয়ে এবং কমিটি ঘোষণা ছাড়াই চলে গেছেন জেলার নেতা এবং স্থানীয় নেতারা। এ কারণে দিনভর নতুন নেতৃত্বের নাম শোনার জন্য সম্মেলনে আসা হাজারো নেতাকর্মী ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরেন বাড়ি। উপস্থিত কাউন্সিলরদের মধ্যেও দেখা যায় ক্ষোভ ও হতাশা। এ বিষয়ে মো. জাকির হোসেন রিপন বলেন, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পরে সম্মেলন হলেও নিয়ম কানুন মানা হয়নি। তাই অসমাপ্ত সম্মেলন গঠনতন্ত্র অনুযায়ী পূনরায় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করতে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে। জমাকৃত আবেদন এর সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, অবেদন পত্র পেয়েছি। এ বিষয়ে আলাপ আলোচনা করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম