ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচককে নিয়ে লিটনের বিস্ফোরক মন্তব্য ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী গণভোট নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনা বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক-বীমা খাতে বড় সংস্কার হবে: আমির খসরু এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা ট্রেন পরিচালনায় রেলওয়ের ১৪ নির্দেশনা এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে চিঠি

গণভোট নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  3:09 PM

news image

আগামী জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম বিষয়টি আজ নিশ্চিত করেন। এবার গণভোট নিয়ে আটটি গুরুত্বপূর্ণ তথ্য দিলো অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে গণভোট নিয়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়।

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো—

১. জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

২. সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা।

৩. দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে।

৪. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটবক্স ও ব্যালটপেপার থাকবে।

৫. নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন।

৬. গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে 'হ্যাঁ'-তে, নাহলে 'না'-তে সিল দিতে হবে।

৭. প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন।

৮. একইসময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

গণভোটের অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ে গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত এ অধ্যাদেশ।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করার লক্ষে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ প্রণয়ন ও জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম