ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের বিবৃতি রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান ‘আল্লাহ-ই যথেষ্ট’, ভিডিও বার্তায় খামেনির কার্যালয় শেরপুরে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু রাজনৈতিক সহিংসতা ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা সাময়িক বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সেবা পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ল স্বর্ণের দাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের অংশগ্রহণ জরুরি : সালমা খাতুন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সালমা খাতুন। তিনি বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, গণতন্ত্রের প্রতি নৈতিক দায়িত্বও। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রত্যেক যোগ্য নাগরিককে কেন্দ্রে যাওয়া দরকার। এতে দেশে গণতন্ত্র শক্তিশালী হবে। বুধবার দুপুরে আড়াইহাজার থানার দুপ্তারা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা জোরদারের লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটাররা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখেন। তিনি বলেন, জনগণের সক্রিয়তা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণাঙ্গ হয় না। তাই প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরো বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথমবারের ভোটার, নারী ভোটার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এবং গণভোটের বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রচারণা, প্রশিক্ষণ ও তথ্য প্রদান কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে। এতে ভোটগ্রহণের দিন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবেন। সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলার চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসা ও চামুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোয় গিয়ে কর্মকর্তারা নির্বাচনী অবকাঠামো, প্রবেশগম্যতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতিমূলক সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম