ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
২০৩০ সালে একই বছরে আসবে দুইটি রমজান রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা'র সন্ধান, গ্রেফতার ৩ বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব ইউরোপ থেকে মুরগি আমদানি বন্ধ করল সৌদি ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প এলপি গ্যাস আমদানিতে সরকার ভ্যাট কমাল বোয়ালখালী থানার নবাগত ওসির সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে আচরণবিধি লঙ্ঘন হবে না: সালাহউদ্দিন প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

খেলতে হলে ভারতেই, নইলে ছাড়তে হবে বিশ্বকাপ: আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৬,  12:31 PM

news image

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট ছেড়ে দেওয়া বা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই কঠোর বার্তা দেওয়া হয়। ক্রিকবাজ জানিয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির দাবির সঙ্গে একমত নয় আইসিসি। তারা নিজেদের অবস্থানে অনড় এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন ‘আলটিমেটাম’ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও শনিবারের মধ্যে বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। এখন আইসিসির এই কঠোর অবস্থানের পর বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম