ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর: সালাহ উদ্দিন চব্বিশের আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা ভারত-বাংলাদেশ উত্তেজনা প্রসঙ্গে যা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী: সিইসি

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২৫,  4:23 PM

news image

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪০) গুলিবিদ্ধ করার ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৮/১ এস থেকে ৪৭/৩ এস মেইন পিলার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি চলছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলাসহ সংলগ্ন এলাকাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্টগুলো কার্যত ‘সিলগালা’ করে দিয়েছে বিজিবি। সীমান্ত অভিমুখে যাওয়া প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘মোতালেব শিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত পার হয়ে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’ প্রসঙ্গত, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বেসরকারি গাজী মেডিকেলের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি তার মাথায় বিদ্ধ হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সূত্র : চ্যানেল ২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম