ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

খাসোগি হত্যাকাণ্ড: অন্যতম সন্দেহভাজন গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  10:59 AM

news image

আলোচিত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খালেদ আয়েধ আল–ওতাইবি নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাসোগি। তার এই হত্যাকাণ্ড রীতিমত আলোড়ন তুলে দিয়েছিল।

মঙ্গলবার আলোচিত এ সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত খালেদ আয়েধ আল–ওতাইবি নামের ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে প্যারিসের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। খাসোগি হত্যার ঘটনায় তুরস্ক ঘোষিত ২৬ জন অভিযুক্তের মধ্যে খালেদ অন্যতম। সাবেক সৌদি রয়াল সেনাবাহিনীর এই সদস্য নিজ নামেই ভ্রমণ করছিলেন। জামাল খাসোগি ছিলেন রিয়াদ সরকারের অন্যতম সমালোচক। সৌদি কনস্যুলেটে তার হত্যার ঘটনায় সৌদি আরবের প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভাবমূর্তি নষ্ট হয়। তবে খাসোগি হত্যায় সৌদি আরবের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করে সৌদি সরকার। সৌদি আদালত ২০১৯ সালে দেশটির পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেন। অবশ্য পরে তাদের সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে ২০১৯ সালে একটি প্রতিবেদনে বলা হয়, খাসোগি হত্যার তদন্তের অংশ হিসেবে সৌদি বিচারকরা আয়েধ আল-ওতাইবিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে জামাল খাসোগি হত্যাকাণ্ডে গ্রেপ্তারের এই ঘটনাকে তার হত্যার অসমাপ্ত তদন্তের অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম