ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  1:15 PM

news image

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে প্রস্তুত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া এভিনিউজুড়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, জাতীয় নেত্রীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশাল এই জানাজায় সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে মানিক মিয়া এভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জানাজা শেষে আজ বিকেল সাড়ে তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। দাফনের সময় তার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং বিএনপির মনোনীত সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দাফনকাজ সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে ওই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। গণতান্ত্রিক আন্দোলনের এই আপসহীন নেত্রীর বিদায়ে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ইতোমধ্যে মানুষের ঢল নামতে শুরু করেছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আজ জীবনের পরম সত্যের কাছে নিজেকে সঁপে দিয়ে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালি এই নেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম