খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২১, 12:05 PM

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২১, 12:05 PM

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার কিছু হলে সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় মানবিক বিবেচনায় হলেও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আবারও সরকারের কাছে চিঠি দিয়েছে তার পরিবার। ইতোমধ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদনও করেছেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। কিন্তু সপ্তাহ না ঘুরতেই শনিবার (১৩ নভেম্বর) তাকে আবার হাসপাতালে ভর্তি করার পর এখন সিসিইউতে রাখা হয়েছে।