ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

ক্রাইস্টচার্চ টেস্ট: ইনিংস ব্যবধানে হারের কাছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  10:27 AM

news image

ফলো-অনে পড়ে তৃতীয় দিনেই দ্বিতীয় ইনিংস ব্যাট করার আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ প্রথম ইনিংসের ধারাবাহিকতাটাই আনলেন টেনে। ইনিংস হারের সামনে দাঁড়িয়ে থাকা টাইগার ব্যাটারদের যেন তাড়া আছে দ্রুত ম্যাচ শেষ করার। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। ইনিংস হারের লজ্জা এড়াতে আরও প্রয়োজন ২৬৭ রান।

হাতে রয়েছে ৫ উইকেট। ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মাথায় ওপেনার সাদমান ইসলামকে ২১ রানে ফেরান কাইল জেমিনসন। এরপর অনেকটা আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তোলেন নাজমুল হোসেন শান্ত। নাঈম শেখকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে শান্ত বিদায় নেন ২৯ রান করে ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের কাছে ক্যাচ দিয়ে। মধ্যাহ্ন বিরতির আগে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন মুমিনুল হক ও নাঈম শেখ। নাঈম শেখ বেশ দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন। দুজনের জুটিও লম্বা হচ্ছিল ধীরে। তবে টিম সাউদিকে খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে সেকেন্ড স্লিপে থাকা টম ল্যাথামের হাতে ক্যাচ তুলে দেন নাঈম। ৯৮ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন এই অভিষিক্ত ওপেনার। নাঈমের বিদায়ের পর মুমিনুলকে ৩৭ ও ইয়াসির আলিকে ২ রানে বিদায় করেছেন নিল ওয়াগনার। শেষ দশ ওভারে ২৬ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম