আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৬, 11:06 AM
ক্যারিবীয় সাগরে আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকারের পর এবার ক্যারিবিয়ান সাগরে আরও এক ট্যাংকার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে, তাদের সেনারা ‘কোনো অঘটন ছাড়াই’ ওলিনা নামে একটি ট্যাংকার আটক করে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের কারণে ওয়াশিংটন ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আটক করা পঞ্চম তেলের ট্যাংকার এটি। এর আগে, গত বুধবার মার্কিন বাহিনী পরপর দুটি তেলের ট্যাঙ্কার আটক করে। যার একটি রুশ পতাকাবাহী মেরিনেরা যাকে বেলা-১ নামেও ডাকা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টার পর এটি আটক করতে সক্ষম হয় মার্কিন কোস্টগার্ড। সূত্র: নিউইয়র্ক টাইমস