কুয়াকাটা থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত
নিজস্ব প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২২, 4:27 PM

নিজস্ব প্রতিনিধি
২৭ নভেম্বর, ২০২২, 4:27 PM

কুয়াকাটা থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত
পটুয়াখালী কুয়াকাটা থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস থেকে ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেন এ্যানিমেল লাভার্স টিম। ২৬ নভেম্বর রোজ শনিবার, উদ্ধার করা সুন্ধিব কচ্ছপ গুলো পটুয়াখালী সদর উপজেলা রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়। এনিমেল লাভারস কলাপাড়া টিম লিডার রাকায়েত হাসান জানান, সুন্ধি কচ্ছপ গুলো কুয়াকাটা থেকে বস্থায় বেধে বি আরটিসি গাড়িতে করে পাবনায় নিয়ে যাওয়ার সময়, গোপন সংবাদের মাধ্যমে উদ্ধার করা হয়। পটুয়াখালী বন বিভাগের সহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম জানান, মিঠা পানিতে বাস করা এ প্রজাতির কচ্ছপ এখন ডিম দেয়ার জন্য পুকুর-খাল থেকে উঠে আসে।এসময় শিকারিরা শিকার করে থাকেন। এই শিকারীদেরকে অনুরোধ করে বলবো যাতে শিকার না করা হয় এই বন্যপ্রানিদেরকে এবং পরিবেশের জন্য বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার।