ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মার্চ, ২০২৩,  3:54 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার রাজিব হোসেন (২৬)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন তারা। এরপর অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সত্যতা পায়। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, শুক্রবার সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে যাই। লোকমুখে শুনেছি, বৃহস্পতিবার নিহতরা বিষাক্ত স্পিরিট পান করেছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। তিনি এ ঘটনায় তদন্তপূর্বক দোষী ব্যাক্তির শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে স্থানীয়দের মুখে স্পিরিট পানে মৃত্যুর কথা শোনা গেলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম