কারওয়ান বাজার থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, 11:18 AM
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, 11:18 AM
কারওয়ান বাজার থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কারওয়ান বাজারের বিএফডিসি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক ও মো. মিলন। তারা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের বিএফডিসি রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মিলনকে গ্রেপ্তার করা হয়। ওই স্থানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি স্প্যানিশ পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।