ঢাকা ১২ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার কোনো রাস্তা কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ইউনিভার্সিটি শিক্ষার্থীর নিহত এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না রাজধানীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন মাগুরার শিশুটির অবস্থা আরও আশঙ্কাজনক নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ফের রিমান্ডে

কাফির বাড়ি পোড়ানোর রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৫,  11:42 AM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টায় পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রবিবার রাতে অভিযান চালিয়ে বরগুনার আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। তবে সবাই দ্রুত বেরিয়ে আসায় প্রাণহানি ঘটেনি। এ ঘটনায় কাফি থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় সেখানে কাফির উপস্থিতি এবং তার সেই ভিডিও কনটেন্ট দেখে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত এখনো চলমান এবং অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটকরা বরিশালের দুটি কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের কিছু ভিডিও কনটেন্ট নুরুজ্জামান কাফির পেজে দেখে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তারা বরগুনা থেকে ডিজেল সংগ্রহ করে মোটরসাইকেলে করে নুরুজ্জামান কাফির বাড়ির আশপাশে অবস্থান নেয় এবং গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। উল্লেখ্য, সামাজিক মাধ্যমে পরিচিত কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় তৈরি করা তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কটাক্ষ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম