
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
১৫ ডিসেম্বর, ২০২২, 10:56 AM
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গাজীপুর কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত )সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) এএফএম নাসিম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর সালাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।