ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

কাপাসিয়ার সোনারুয়া প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২২,  6:33 PM

news image

"এসো মিলি প্রাণের টানে,স্মৃতির আঙ্গিনায়' এ শ্লোগানে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষর্থীদের আয়োজনে শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা, সম্মান প্রদান,  সাংস্কৃতিক  ও বিশেষ প্রকাশনা সুহৃদ বের  হয়েছে। শতবর্ষ উদযাপন পরিষদের  প্রধান সমন্বয়ক ইন্জিনিয়ার মো.হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা ও সংস্কৃতির বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান সিকদার, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান। অনুষ্ঠানে শুরু হয় সকাল ৯ টা থেকে, প্রাক্তন ও বর্তমান শিক্ষর্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে। আলোচলায় অংশ নেন প্রাক্তন শিক্ষর্থী আইন উদ্দিন, কামাল হোসেন সিকদার, আইয়ুবুর রহমান,আজাহারুল ইসলাম, আকবর হোসেন রতন,শাহীনূর আলম রিপন, লুৎফুর রহমান প্রধান , ফকরুল আলম সিকদার, মারুফ হোসেন,  নূরুল আমীন সিকদার, এনামুল হক সিকদার তুহিন,গোলাম রাব্বানী, জয়নাল আবেদীন, রাকিবুন্নাহার রিমা,সবুজ সিকদার, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান জালাল,মোস্তফা কামাল,মন্জুরুল হক, বাহালুল হক,দবির হোসেন প্রমুখ।  সিমিন হোসেন রিমি বলেন কাপাসিয়া উপজেলার ১৭৯ টি বিদ্যালয়ের মধ্যে সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন করে তাদের অবস্থান সুদূঢ় করেছে। আমানত হোসেন খান বলেন, এ বিদ্যালয় থেকে অনেক জ্ঞানীগুণী মহান ব্যক্তি লেখাপড়া করে বাংলাদেশে অনেক অবদান রেখেছেন। শেখ হাসিনা সরকার প্রাথমিক শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আসুন সবাই  শিশুদের পাঠ্য পুস্তকের পাশাপাশি সংস্কৃতির চার্চা নজর দেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম