
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২১, 2:15 PM

কাপাসিয়ায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপাসিয়া, গাজীপুরের আয়োজনে কৃষকদের মাঝে অধিক ফলনশীল হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে । বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সামনে ২ হাজার কৃষকের প্রত্যেকে মাঝে ১ বিঘা জমির জন্য
প্রতি জন কে ২ কেজি করে সর্বমোট ৪ হাজার কেজি বোরো ধানের বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান পাভেল,উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ এফ এম নাসিম, সহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।