
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
২২ ডিসেম্বর, ২০২২, 1:18 PM
কাপাসিয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় । উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বমোট ৫৩৯০ বিতরণ করা হবে।