
নিজস্ব প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি, ২০২৩, 9:26 PM

কলাপাড়া মহিলা কলেজে নবীন বরণ উৎসব
গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের 'নবীন বরণ' উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে 'এসো এসো পূন্যস্নানে, আলোকের অমৃত নির্ঝরে' এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য বিলকিস জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সাইদুর রহমান প্রমূখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ উৎসব শেষ হয়।