ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৩,  1:49 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: 'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে সোমবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি। কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। নাইট ফুটবল টুর্নামেন্টে ভোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায় ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে  নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মোঃ জামাল আকন। এর আগে খেলার মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী। এ সময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজিতে। অতিথিবৃন্দরা দু'দলের খেলোয়াড় বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রচন্ড শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে খেলার মাঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম