
NL24 News
১৮ ডিসেম্বর, ২০২২, 8:44 PM

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন
গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ছগির খান সংবাদ সম্মেলন করেছেন। আজ রবিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের হেলেনা বেগম সহ একাধিক নারী তার সাথে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছগির খান বলেন,' আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষ সরকারি খাস জমি দখল করেছি মর্মে কয়েকজন সংবাদ কর্মীর কাছে অসত্য তথ্য সরবরাহ করেছে। যা গত ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ বেসরকারি একটি টেলিভিশন সহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে তথ্য প্রকাশ পেয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।' ছগির আরও বলেন,'নিজামপুর মৌজার এস এ ৩০৪ নং খতিয়ানের ২৮ ও ৫০ নং দাগে ৫ একর জমি সরকার ১৩ ডিসেম্বর ১৯৫২ সালে মোঃ তরিপ উল্লাহ, পিতা-বাকাউল্লাহ, সাং সোনাপাড়া কে বন্দোবস্ত কবুলিয়াত দেয়। তরিপ উল্লা মৃত্যুবরণ করায় ভুলবশত উক্ত জমি সরকারের নামে বি এস রেকর্ড হয়। এতে তার ওয়ারিশগণ আদালতে বিএস বাতিলের মামলা দায়ের করে, যা চলমান আছে। ' ছগির বলেন,' মামলা মোকদ্দমার খরচ ও জীবন জীবিকার প্রয়োজনে তরিপ উল্লার ওয়ারিশগণ দুই একর জমির বিক্রির প্রস্তাব দিলে আমি এস এ রেকর্ড থেকে তাদের সাথে চুক্তিপত্র করে কিছু টাকা দেই। এতে এক সাংবাদিকসহ আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে সরকারি জমি দখলের অসত্য তথ্য উপস্থাপন করে।' সংবাদ সম্মেলনে তরিপ উল্লাহর ওয়ারিশ হেলেনা বেগম বলেন,' মহিপুরের এক সাংবাদিক ও ভূমি দস্যু হান্নান হাওলাদার আমাদের কাছে ২ লক্ষ টাকা দাবি করে জমি দখল করে দেয়ার কথা বলে। আমরা টাকা দিতে না পারায় তারা নানান ভাবে জমি দখল করে নেয়া সহ ষড়যন্ত্র করছে।'