ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার সংবাদ সম্মেলন

#

১৮ ডিসেম্বর, ২০২২,  8:44 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ছগির খান সংবাদ সম্মেলন করেছেন। আজ রবিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের হেলেনা বেগম সহ একাধিক নারী তার সাথে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছগির খান বলেন,' আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষ সরকারি খাস জমি দখল করেছি মর্মে কয়েকজন সংবাদ কর্মীর কাছে অসত্য তথ্য সরবরাহ করেছে। যা গত ৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ বেসরকারি একটি টেলিভিশন সহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে তথ্য প্রকাশ পেয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।' ছগির আরও বলেন,'নিজামপুর মৌজার এস এ ৩০৪ নং খতিয়ানের ২৮ ও ৫০ নং দাগে ৫ একর জমি সরকার ১৩ ডিসেম্বর ১৯৫২ সালে মোঃ তরিপ উল্লাহ, পিতা-বাকাউল্লাহ, সাং সোনাপাড়া কে বন্দোবস্ত কবুলিয়াত দেয়। তরিপ উল্লা মৃত্যুবরণ করায় ভুলবশত উক্ত জমি সরকারের নামে বি এস রেকর্ড হয়। এতে তার ওয়ারিশগণ আদালতে বিএস বাতিলের মামলা দায়ের করে, যা চলমান আছে। ' ছগির বলেন,' মামলা মোকদ্দমার খরচ ও জীবন জীবিকার প্রয়োজনে তরিপ উল্লার ওয়ারিশগণ দুই একর জমির বিক্রির প্রস্তাব দিলে আমি এস এ রেকর্ড থেকে তাদের সাথে চুক্তিপত্র করে কিছু টাকা দেই। এতে এক সাংবাদিকসহ আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে সরকারি জমি দখলের অসত্য তথ্য উপস্থাপন করে।' সংবাদ সম্মেলনে তরিপ উল্লাহর ওয়ারিশ হেলেনা বেগম বলেন,' মহিপুরের এক সাংবাদিক ও ভূমি দস্যু হান্নান হাওলাদার আমাদের কাছে ২ লক্ষ টাকা দাবি করে জমি দখল করে দেয়ার কথা বলে। আমরা টাকা দিতে না পারায় তারা নানান ভাবে জমি দখল করে নেয়া সহ ষড়যন্ত্র করছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম