ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

কলকাতার নায়িকাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাদ

#

বিনোদন ডেস্ক

২৩ জুন, ২০২৩,  6:00 PM

news image

ঢালিউডের সিনেমা ‘লিপস্টিকে’ কাজ করার কথা ছিল কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিকের। কিন্তু সম্প্রতি জানা যায় এতে দর্শনাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পূজা চেরিকে। কারণ হিসেবে সিনেমাটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ্ জহির বাবু জানিয়েছিলেন ভিসা জটিলতার কারণে দর্শনা বাদ পড়েছেন। তবে দর্শনা জানিয়েছেন, ভিসা জটিলতা নয় বরং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আরটিভি নিউজের কাছে ইতোমধ্যেই দর্শনা বণিকের ভয়েস রেকর্ড ও একটি স্ক্রিনশট হাতে এসেছে। যা থেকে প্রমাণ হয় ঘটনা সত্য। এ প্রসঙ্গে দর্শনা বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের সিনেমাটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তারপরই উল্টোপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দেইনি এবং বুঝিয়ে দেই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তি বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘তারপর আর কোনোরকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপর নিউজ প্রকাশ হওয়ার পর জানতে পেরেছি যে, আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। ভিসাসংক্রান্ত ব্যাপারটি সত্য নয়। এখন চারদিকে খবরে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই— তারা যে ধরনের মেসেজ আমাকে করেছিলেন, তার বদলে তেমন কোনো উত্তর পাননি বলেই কি ছবিটা থেকে আমায় বাদ দেওয়া হলো?’ এদিকে ঘটনা সত্য নয় বলে জহির বাবু জানান, ‘দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়। সব কিছু ঠিকই ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। তারই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন দর্শনা। এটা তো মজা করে বলা হয়েছিল। প্রসঙ্গত, ‘লিপস্টিক’ পরিচালনা করছেন কামরুজ্জামান রুমান। এতে দর্শনার জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি। ছবিটি অ্যাকশন-থ্রিলার ঘরানার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম