ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ওরা লাল সবুজের ফেরিওয়ালা

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২২,  3:33 PM

news image

মহান বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে অপেক্ষা। লাল-সবুজের পতাকা উড়বে দেশের আনাচে-কানাচে। বিজয়ের মাস এলেই গ্রাম-শহর-নগরের পথে ঘাটে ফেরিওয়ালারা পতাকা বিক্রি করেন। দেশের প্রতি ভালোবাসা থেকেই বিজয়ের মাসে পতাকা বিক্রি মৌসুমী পেশা হিসেবে বেছে নেন তারা। চারদিকে লাল-সবুজের ফেরিওয়ালাদের পথচলায় উড়ছে বিজয়ের নিশান। এই ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা রাস্তায় ঘুরে ঘুরে বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে বিক্রি করছেন। শুধু পতাকা নয়,লাল-সবুজের মাথার কাগজের ক্যাপ,রাবার,হাতের ব্যাজ,বুকের ব্যাজ বিক্রি করছেন তারা। প্রকার ভেদে এসব পতাকা বিক্রি হয় ৫ থেকে ৩০০ টাকায়। শিক্ষা প্রতিষ্ঠান,অফিস আদালত,দোকানপাট ও বাসাবাড়িতে উড়ানো হয় লাল সবুজের জাতীয় পতাকা। বিশেষ করে জাতীয় দিবস গুলোতে পতাকার ব্যবহার কয়েকগুন বেড়ে যায়, ফলে পতাকার কেনাবেচাও বেড়ে যায়। ছোটবড় সকলেই চেষ্টা করেন পতাকা কেনার। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসকে সামনে রেখে শেরপুরের নকলায় ফেরি করে বিক্রি করা হচ্ছে লাল সবুজের জাতীয় পতাকা। বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ক্রেতারা কিনছেন লাল সবুজের জাতীয় পতাকা। পতাকার ফেরিওয়ালা গোপালগঞ্জ জেলার মুকছুদপুর উপজেলার মোঃ নাঈম খান (২১) বলেন, আমি শুধু লাভের জন্য নয়, দেশ প্রেম থেকেই পতাকা বিক্রি করি এবং প্রতি বছর জাতীয় দিবস গুলোতে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় পতাকা বিক্রি করে বেড়াই। আমি গর্বিত এই ভেবে যে, আমি পতাকার ফেরিওয়ালা। এছাড়াও সকল মানুষের হাতে একটি করে লাল-সবুজের পতাকা দিতে পারলে তার স্বার্থকতা আসবে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম