ওমিক্রন: দেশে নতুন করে আক্রান্ত আরও ৪ জন
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২১, 11:43 AM
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২১, 11:43 AM
ওমিক্রন: দেশে নতুন করে আক্রান্ত আরও ৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে মঙ্গলবার দুপুরে একজন ওমিক্রনে আক্রান্তের পর রাতে আরও তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
বুধবার (২৯ ডিসেম্বর) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে। এছাড়া সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার আরেক ব্যক্তি (৫৬) ওমিক্রনে সংক্রমিত বলে খবর পাওয়া যায়। তার আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়।