ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ওমিক্রন : ভারতের উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  8:18 PM

news image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে করোনা ‘ভয়ঙ্কর ধরন’ হিসেবে উল্লেখ করার পর ইউরোপ ও ইংল্যান্ডসহ ১১টি দেশকে উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে ভারত। তাতে রয়েছে বাংলাদেশেরও নাম। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে নতুন নির্দেশনাও জারি করা হয়েছে। ইউরোপের দেশগুলো ছাড়া উচ্চ ঝুঁকির তালিকায় থাকা দেশগুলো হল- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। ‘ওমিক্রন’ সংক্রমণের পর ভারত বিমান চলাচল সীমিত করার পরিকল্পনা করছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যাত্রীরা ভারতে আসা মাত্র আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। ওই পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। ফলাফল ছাড়া তারা অন্য কানেক্টিং ফ্লাইটেও ‍যাত্রীরা যেতে পারবেন না। যাত্রীদের মধ্যে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হবেন, তাদের আইসোলেশনে যেতে হবে। তাদের কারও মধ্যে ওমিক্রন শনাক্ত হলে, তাদের নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইসোলেশন সেন্টারে থাকতে হবে। যদি তারা অন্য কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত হন, তবে তাদের ভারত ত্যাগের বিষয়টি নির্ভর করবে চিকিৎসকের মতামতের ওপর। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক তাদের ভারত ছাড়ার অনুমতিপত্র দিলেই কেবল তারা যেতে পারবেন। জটিলতার শেষ এখানেই নয়। উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে আসা যাত্রীরা করোনা নেগেটিভ হলেও তাদের হোম কোয়ারেন্টিনে যেতে হবে। ভারতে আসার আট দিন পর তাদের করোনা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় যদি তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, তবে তাদের কোভিড-১৯ সংক্রান্ত হেল্পলাইনে জানাতে হবে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ভারতে যাওয়া যাত্রীদের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানাতে হবে কর্তৃপক্ষকে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম