ওমিক্রন মোকাবিলায় দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি, ২০২২, 2:17 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি, ২০২২, 2:17 PM
ওমিক্রন মোকাবিলায় দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান: প্রধানমন্ত্রী
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই ওমিক্রন দেখা দিয়েছে। তাই আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। শীতকালে এর প্রাদুর্ভাবটা বাড়ে। তবে আমাদের দেশে শীতকালে একটু সর্দি-কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করুন। বঙ্গবন্ধুকন্যা বলেন,
ওমিক্রনের বিস্তার ঠেকাতে টিকাদন কর্মসূচি জোরদারসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় নিঃসংকোচে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, আমি সবাইকে অনুরোধ করব টিকা নেওয়ার জন্য। টিকা নেওয়ার ফলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। করোনা আক্রান্ত হলেও হয়তো কিছুদিন ভুগতে হবে, তবে জীবনটা রক্ষা পাবে। তাই আপনারা ভয় না পেয়ে টিকা গ্রহণ করুন। শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন দিয়ে যাচ্ছি। প্রায় ৩১ কোটি টিকার ব্যবস্থা আছে। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে, সেক্ষেত্রে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাব, তারা যেন টিকা গ্রহণ করেন। অনেকেই টিকা নিতে ভয় পান। নানা ধরনের অপপ্রচারও ছিল। সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই যেন টিকা গ্রহণ করেন। তিনি বলেন, ইতোমধ্যেই আমরা ১৩ কোটির বেশি ডোজ প্রদান করছি। এর মধ্যেই কিছু ডাবল ডোজও হয়ে গেছে। এ ছাড়া বুস্টার ডোজও দেওয়া শুরু করেছি। আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক এটাই আমি চাই। ওমিক্রন শিশুদের সবচেয়ে বেশি ধরছে। ইতোমধ্যে আমরা ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থাও নিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ পেলে ছোট শিশুদেরকেও টিকা দেওয়া শুরু করব।