ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শেখ হাসিনাসহ সাবেক ৬ মন্ত্রীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে স্বাভাবিক হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল, খুলছে কারখানা গাজার তাঁবু শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৪০ শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন গাঁজাকে বৈধতা দিতে চান ট্রাম্প ক্যানসারমুক্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন সাগরে ৩ নম্বর সংকেত, সুন্দরবনে ৩ শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে নেক আমল ও তার প্রতিদান

ওটিটিতে আসছে মেহজাবীনের 'ফরগেট মি নট'

#

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  11:04 AM

news image

দেশে ছাত্র আন্দোলন, সরকার পতন ‌এবং বন্যা পরিস্থিতি-পরপর তিন ধাক্কার এই অস্থির সময়ে দীর্ঘদিন ধরে ওটিটি প্ল্যাটফর্মে নতুন কোনো কনটেন্ট মুক্তি পায়নি। সেই স্থবিরতা কাটছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি দিয়ে।  আগামী ৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই সিনেমাটি। সর্বশেষ গত ১৬ জুন চরকিতে মুক্তি পেয়েছিল তাহসান খান অভিনীত সিরিজ বাজি। এক বিজ্ঞপ্তিতে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, বিষণ্ণ ও স্থবির জন-জীবনে চঞ্চলতা ফেরানোর লক্ষ্যে নতুন কনটেন্ট নিয়ে ফিরছে চরকি। মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ শিগগিরই দেখতে পাবে দর্শক। 'মিনিস্ট্রি অফ লাভ' প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট'। এটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত 'ঊনলৌকিক' ও 'ক্যাফে ডিজায়ার' কনটেন্ট দুটি দর্শক পছন্দ করেছে। এই সিনেমাটি নিয়েও আশাবাদী এই পরিচালক। পরিচালক রবি বলেন," সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। আমার অন্য কনটেন্টগুলোর মত এটিও দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর বেশি কিছু বলার নেই এখন। এই ফিল্মটি দিয়ে দর্শক মনে স্বস্তি ফিরুক এটাই চাওয়া।" মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। চরকির 'মিনিস্ট্রি অফ লাভ' প্রেজেক্টর তিনটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেগুলো হলো 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি', 'লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী' ও 'কাছের মানুষ দূরে থুইয়া'।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম