ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কে কেউ হারাতে পারবে না এস এম জাকির হোসাইন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২,  9:44 PM

news image

জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়ে ও শক্তিশালী। এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কে কেউ হারাতে পারবে না।তৃণমূল ই জননেত্রী শেখ হাসিনার প্রাণ।বড় বড় নেতারা দলের সাথে বেঈমানী করতে পারে কিন্তুু তৃণমূলের নেতাকর্মীরা কখন ও বেঈমানী করে না।এ জন্য আমাদের নেত্রী তৃণমূলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি ভালবাসেন। শনিবার জুড়ী মডেল স্কুল মাঠে জুড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেন,৮০ পর দেশে কি হবে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা তা এখন চিন্তা করেন।এজন্য ডেল্টা পরিকল্পনা করার জন্য কমিটি করেছেন। তিনি আরও বলেন,বর্তমান সরকারের আমলে প্রচলিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক, ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাসের পরিচালনায় বর্ধিত কর্মী সভায় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ,সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক ,জাকির আহমদ কালা,আব্দুর নূর চেয়ারম্যান, আব্দুর রহমান মাষ্টার,যুগ্ম সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন,যুগ্ম সাধারন সম্পাদক,জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার ,দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরুল ইসলাম,বন, পরিবেশ সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক কমল বুনার্জী,সদস্য আফজাল হোসেন চিকন,পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির,পশ্চিম জুড়ী আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস,সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,গোয়ালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজকুমার বারই,ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম,সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আহমদ সাঈম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী,কৃষকলীগের সভাপতি বিধান দাস বাদল, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক নুরুজ্জমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম