ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

এ বছর সৌদি আরব থেকে বেশি ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  11:00 AM

news image

ভারতীয়দের হাতে হাতকড়া ও পায়ে শিকল দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া ছিল এ বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। তবে ভারতীয়দের ফেরত পাঠানোর দিকে সবচেয়ে এগিয়ে আছে সৌদি।  ২০২৫ সালে বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো নিয়ে প্রকাশিত নতুন তথ্যে এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্র নয়, বরং সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৫ সালে ৮১টি দেশ থেকে ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়ছে। এরমধ্যে সৌদি থেকে পাঠানো হয়েছে সর্বোচ্চ ১১ হাজার জনকে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে ৩ হাজার ৮০০ ভারতীয়কে। যাদের বেশিরভাগ সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এই সংখ্যাটি গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবঙ কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ভিসার মেয়াদের বেশি সময় থাকছিলেন, অনেকের কাজের অনুমতি ছিল না এবং কেউ কেউ শ্রমনীতি ভঙ্গ করেছেন। অপরদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে সাইবার খাতে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন এসব ভারতীয়। এরপর তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম