ঢাকা ২৩ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত শুরু নিরাপদ সড়ক উপহার দিতে ব্যর্থ হবে না আগামী প্রজন্ম: ফাওজুল কবির জানা গেল বিশ্ব ইজতেমার সম্ভাব্য সময় নির্যাতন করতেই ২৫০ এসআই নিয়োগ দেয়া হয়েছিল: রিজভী কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করার সুযোগ আরও সীমিত হচ্ছে ২৫২ এসআইকে অব্যাহতির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’: উপকূলে আঘাত হানতে পারে প্রবল বেগে দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর রাজধানীর ২৯ পয়েন্টে বসছে দেশীয় প্রযুক্তির ট্রাফিক ‘সিগন্যাল বাতি’

এসএমসিকে শাকিব খানের নোটিশ, ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

#

বিনোদন প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  2:32 PM

news image

খাবার স্যালাইন ‘ওরস্যালাইন’ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও শাকিব খানের বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি। এ কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও ও মহাব্যবস্থাপক (মাকের্টিং) খন্দকার শামীম রহমান বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন। নোটিশে বলা হয়েছে, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী। একটি গণমাধ্যমকে এই আইনজীবী বলেন, ‘এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তির মেয়াদ ২০২২ সালের ডিসেম্বর মাসেই শেষ হয়েছে। এরপর চুক্তি নবায়ন না করেই প্রায় ৫ মাস বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। যার স্ক্রিনশট আমাদের কাছে আছে। এতে শাকিব খান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ কোটি টাকার।’ ২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি ছিল ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তারই অংশ হিসেবে ২০২১ সালে এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করেন শাকিব খান। চুক্তির মেয়াদ শেষ হলেও চলতি বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে ক্রমাগতভাবে প্রদর্শিত হয়েছে বিজ্ঞাপনটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম