ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

এবার ‘ভূতপরী’ হয়ে আসছেন জয়া

#

বিনোদন ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৪,  11:40 AM

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। এই দুই গণ্ডি পেরিয়ে এখন পা রেখেছেন বলিউডেও। শুধু তাই নয়, অভিষেকেই পেয়েছেন সেরা অভিনেত্রীর তকমা। ঢালিউডে জয়াকে খুব একটা বেশি দেখা না গেলেও, টালিউডে নিয়মিতই পর্দা মাতান তিনি। এবার জানা গেল, ‘ভূতপরী’ হয়ে আসছেন এই অভিনেত্রী। একের পর এক সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন জয়া। নতুন বছরের প্রথম দিনই ভক্তদের সুখবর দিলেন তিনি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভূতপরী’। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। সোমবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি মোশন পোস্টার শেয়ার করে স্ট্যাটাস দেন জয়া। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, মানুষ মরে ভূত হলে, ভূত মরে কি পরী হয়? আলাপ হবে ভূতপরীর সঙ্গে। আসছে ‘ভূতপরী’ ৯ই ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে! ওই পোস্টারে দেখা যায়, ভূতপরী সেজে গাছের ডালে পা ঝুলিয়ে বসে রয়েছেন জয়া। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা। এদিকে নতুন বছর উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন জয়া। পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। এতে জয়া বলেছেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই একসঙ্গে আনন্দ করতে চাই। কিন্তু আমাদের সেই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মুক্তি পায় জয়ার প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়। বলিউডের প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কেড়েছে লাস্যময়ী এই নায়িকা। তারকাবহুল এই সিনেমায় জয়া ছাড়া আরও অভিনয় করেছেন, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম