ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

এবার চিনির দাম বাড়ালো টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  10:17 AM

news image

এবার চিনির দাম বাড়ালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজির দর ১০ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এতে টিসিবি থেকে ৭০ টাকা দরে খাদ্যপণ্যটি কিনতে হবে সাধারণ মানুষকে। শনিবার (১৩ মে) সরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি মাসে কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। রোববার (১৪ মে) থেকে তা কিনতে পারবেন তারা। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বরাবরের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে কেজিপ্রতি চিনি ৭০ টাকা করে কিনতে হবে।

আগে যা ছিল ৬০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং লিটারে সয়াবিন তেল ১১০ টাকায় থাকছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।  একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এর আগে বৃহস্পতিবার (১১ মে) বাজারে চিনির দাম বাড়ায় সরকার।প্রতি কেজির দর ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় তারা। ফলে খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত ১২৫ টাকা দাঁড়ায়। তবে অভিযোগ উঠেছে, খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে আমদানিকারক-কেউই এ দর মানছেন না। খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সেই হিসাবে কেজিতে সরকার নির্ধারিত দরের চেয়েও ১৫ থেকে ২০ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে ভোক্তাদের। এছাড়া বাজারে প্যাকেটজাত চিনি সহজে মিলছে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম