ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে এদেশে চাঁদাবাজদের কোন ঠাঁই হবে না সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে গেছেন সাবেক আইজিপি মামুন বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান হবে না: দুলু ভাঙারি দোকান দখল নিয়েই ব্যবসায়ীকে হত্যা: পুলিশ দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ: প্রেস সচিব গলাচিপায় নলুয়াবাগী খাল দখল, জলাবদ্ধতায় কৃষকের সর্বনাশ: সুইস গেটের আশ্বাস

এবার চিনির দাম বাড়ালো টিসিবি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩,  10:17 AM

news image

এবার চিনির দাম বাড়ালো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি কেজির দর ১০ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এতে টিসিবি থেকে ৭০ টাকা দরে খাদ্যপণ্যটি কিনতে হবে সাধারণ মানুষকে। শনিবার (১৩ মে) সরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি মাসে কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। রোববার (১৪ মে) থেকে তা কিনতে পারবেন তারা। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বরাবরের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে কেজিপ্রতি চিনি ৭০ টাকা করে কিনতে হবে।

আগে যা ছিল ৬০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং লিটারে সয়াবিন তেল ১১০ টাকায় থাকছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।  একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এর আগে বৃহস্পতিবার (১১ মে) বাজারে চিনির দাম বাড়ায় সরকার।প্রতি কেজির দর ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় তারা। ফলে খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত ১২৫ টাকা দাঁড়ায়। তবে অভিযোগ উঠেছে, খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে আমদানিকারক-কেউই এ দর মানছেন না। খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সেই হিসাবে কেজিতে সরকার নির্ধারিত দরের চেয়েও ১৫ থেকে ২০ টাকা অতিরিক্ত গুণতে হচ্ছে ভোক্তাদের। এছাড়া বাজারে প্যাকেটজাত চিনি সহজে মিলছে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম