ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা মৃত্যুর আগে তরুণদের ক্যারিয়ার নিয়ে যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন হাদি পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ থাই সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত পাঁচ লক্ষাধিক মানুষ তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, বিপাকে নিম্নআয়ের মানুষ

এনআইডি সেবা কার্যক্রম বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  12:40 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময় পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নিরাপত্তার জন্য আজ (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই সার্ভার বন্ধ রাখা হয়েছে। এক নোটিশে বলে হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ ডিসেম্বর রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়। সবশেষ ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম